ঢাকা শহরের অধিকাংশ নাগরিকেরই নিজস্ব গাড়ী নেই। তাই দৈনন্দিন
জীবনে বিভিন্ন প্রয়োজনে প্রায়শই গাড়ী ভাড়া করতে হয়। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত
রেন্ট-এ-কার প্রতিষ্ঠানগুলো এই গাড়ী ভাড়া দিয়ে থাকে। ঢাকা শহরে অসংখ্য রেন্ট-এ-কার
প্রতিষ্ঠান রয়েছে। রেন্ট-এ-কার প্রতিষ্ঠানগুলো সাধারণত সেডান কার, মাইক্রোবাস ,মিনিবাস,এ্যাম্বুলেন্স, মিনিট্রাক, ট্রাক , কভার ভ্যান,
জীপ ও টুরিস্ট বাস ভাড়া দিয়ে থাকে।
ভাড়ার নিয়মাবলী
- গাড়ী
ভাড়ার জন্য কমপক্ষে ২৪ ঘন্টা পূর্বে যোগাযোগ করতে হয়।
- ভাড়ার
৫০% অগ্রীম প্রদান করতে হয়।
- গাড়ীর তৈরি সন ও আকার ভেদে গাড়ীর ভাড়ার হার ভিন্ন হয়ে থাকে।
- নোয়া ও হায়েস মাইক্রোবাস, মিনিবাস ও বাসের ক্ষেত্রে সীট সংখ্যার উপর
গাড়ীর ভাড়া নির্ধারিত হয়।
- গাড়ী
সাধারণত প্যাকেজ হিসাবে, দিন হিসাবে এবং মাস
হিসাবে ভাড়া দেয়া হয়ে থাকে।
- মাসিক
ভাড়ার ক্ষেত্রে সাধারণত ১ ও ৩ বৎসরের চুক্তি হয়ে
থাকে। এক্ষেত্রে ড্রাইভারদের বেতন আলাদাভাবে গ্রাহককে পরিশোধ করতে হয় না কারন ভাড়ার মধ্যেই যুক্ত থাকে ।
- বাংলাদেশে ড্রাইভার ছাড়া , শুধু
গাড়ী ভাড়া হয় না ।
- ঢাকার
ভেতর গাড়ী অকেজো হলে জরুরী ভিত্তিতে অন্য গাড়ী পাঠানো হয়ে থাকে। ঢাকার
বাইরে গাড়ী নষ্ট হলে রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের খরচে গাড়ী মেরামত করার
ব্যবস্থা নেয়া হয়। যদি মেরামত সম্ভব না হয় তবে গ্রাহককে ব্যবহৃত সময়ের ভাড়া
পরিশোধ পূর্বক নিজ দায়িত্বে অন্য গাড়ীর ব্যবস্থা করে নিতে হয়। তবে ভালো
মানের প্রতিষ্ঠানগুলো সাধারণত নিয়মিত তাদের গাড়ীর কন্ডিশন চেক আপ করে থাকে।
ঘন্টা ও দিন মাসিক ভিত্তিক ভাড়া
- রেন্ট-এ-কার
প্রতিষ্ঠান থেকে প্যাকেজ ও দিন দু’ভাবেই গাড়ি ভাড়া করার ব্যবস্থা
রয়েছে।
- প্যাকেজ অনুযায়ী ভাড়া করলে যে খরচ তার চেয়ে কম খরচ হয় দিন বা বডি হিসাবে ভাড়া করলে।
- প্যাকেজ সিস্টেমে ভাড়া করলে সব খরচ
যুক্ত থাকে, কোন খরচ গাড়ি ভাড়া নেওয়া ব্যক্তি বা
প্রতিষ্ঠানকে বহন করতে হয় না। তবে নির্দিষ্ট এলাকার বাহিরে গাড়ী ব্যাবহার ও
গাড়ীতে যত্র তত্র এসি চালিয়ে রাখলে ড্রাইভার আপত্তি করতে পারে।
- দিন বা বডি
হিসাবে ভাড়া করলে, গাড়ির জ্বালানী খরচ, টোল, পার্কিং, ড্রাইভার এর থাকা ও
খাওয়া খরচ দিতে হয় বা আলাদা
পরিশোধ করতে হয়। সেহেতু অহেতুক এসি চালিয়ে রাখলেও কোন আপত্তি আসে না।
- এক দিনের বা কয়েকদিন বা মাসিক হিসাবের জন্য গাড়ি বডি ভাড়া হিসাবে করা হলে গাড়ির চালকের থাকা , খাওয়ার ও যাতায়াত খরচ
গাড়ি ভাড়া নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বহন করতে হয়। তারপর এটা মূলত সাশ্রয়ী হয় ।
- গাড়ি
ঢাকায় চালানো হবে না ঢাকার বাইরে যাত্রী নিয়ে যাবে এ দু’টি বিষয়ের উপরেও গাড়ির ভাড়া
নির্ভর করে। ঢাকায় ব্যবহারের চেয়ে ঢাকার বাইরে গাড়ি ব্যবহারে বেশী খরচ দিতে
হয়। কারন গাড়ী
যতো দূরে যায় তুলনামূলক গাড়ীর তত বেশী ডেমারেজ খরচ হয় ।
- ঢাকার মধ্যে বা বাহিরে , দিন বা মাসিক গাড়ি ব্যবহার করলে, ভালো, বিসস্থ ও অভিজ্ঞতা সনপন্ন রেন্ট –এ-কার প্রতিষ্ঠান হতে গাড়ী ভাড়া নেওয়া উচিৎ। এই বিষয়ে যদি পরামর্শ চান , আমরা বলবো-
সেভেন রেন্ট-এ-কার থেকে গাড়ী ভাড়া নিতে । কারন , এখানে
যাহারা পরিচালনা করছেন , তাহারা অনেক অভিজ্ঞতা সনপন্ন বিশেষ করে এখানের কোঅরডিনেটর
অনেক অভিজ্ঞতা সনপন্ন ও বিসস্থ । সেভেন রেন্ট-এ-কার এর সার্ভিসে কোন কমপ্লেন পাওয়া
যায় না। তবে তাহারা তারা হুরা করে কোন বুকিং নেয় না, এই জন্য অবশ্যই সময় নিয়ে
তাদের সাথে যোগাযোগ করুন । প্রয়োজনে ইমেইল দিয়ে রাখুন ; ইমেইল এড্রেস ; sevenrentacars@gmail.com ওয়েবসাইট এড্রেস www.rentacarsbd.com
সেভেন রেন্ট-এ-কার সম্পর্কে জানতে আরও দেখুন ; http://business.bangladeshinformation.info/seven-rent-a-car/
গাড়ি ভাড়া নেয়ার জন্য কল করুন 01611511616 অথবা সরাসরি অফিসে চলে আসুন ; রেন্ট-এ-কার এজেন্সি , হাউজ;৩৭ , রোড;১৬, সেক্টর; ১১, উত্তরা, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন